শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
রাজশাহীতে গাঁজাসহ গ্রেফতার এক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮:১৬ PM
রাজশাহী জেলার চারঘাট পল্লীবিদ্যুৎ মোড় হতে রাত ০৮:০৫ টায় একজন মাদককারবারিকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মো: নান্নু (৩১), সে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মুর্শিদ আলীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) নুর ইসলাম সঙ্গীয় ফোর্স-সহ গতকাল সন্ধ্যা ০৭:৪৫ টায় চারঘাট বাজার এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। 

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড়ে ঝিকড়াগামী রাস্তার পার্শ্বে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) নুর ইসলাম সঙ্গীয় ফোর্স-সহ সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত নান্নুকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করে। 

গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত