শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮:২২ PM
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এলাকায় প্রকাশ্য গুলি চালানো ও দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন হত্যা মামলার পলাতক আসামি মহানগর যুবলীগ নেতা মো. ফিরোজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ফেনী জেলার ফেনী সদর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: শরীফ-উল-আলম। 

র‌্যাব-৭ জানিয়েছে, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিল। এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন (১৬) অংশগ্রহণও করে। আন্দোলন চলাকালীন মহানগর যুবলীগ নেতা সন্ত্রাসী মো. ফিরোজ ও অন্যান্য দুস্কৃতিকারীরা শীর্ষ নেতৃত্বের হুকুমে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নির্বিচারে গুলিবর্ষণ করে।

এছাড়াও, আসামিরা হকি স্টিক, কিরিচ, দা ও লাঠি-সোটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় সায়মান আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে মো. ফিরোজ এবং অন্যান্য দৃষ্কৃতিকারীর গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত সায়মানকে দুষ্কৃতিকারীরা লাঠি-লোহার রড দিয়ে পিটিয়ে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায়। 

পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সায়মানের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.শরীফ-উল-আলম বাংলাদেশ বুলেটিনকে জানান, ছাত্র আন্দোলনে গুলি চালানো মহানগর  যুবলীগ নেতা মো. ফিরোজকে ফেনী সদরের রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ফিরোজ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ১৮ জুলাই ফিরোজসহ অন্যান্য সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি ও আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটায়। ফিরোজের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ ৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার যুবলীগ নেতা ফিরোজ চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহদ্দারহাটে নিহত তানভীর সিদ্দিকী হত্যা মামলারও এজহারভুক্ত আসামি বলে জানা গেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত