মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:২৬ PM
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোঃ রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দিঘলবাগ সীমান্ত এলাকা বিজিবি ক্যাম্প মুন্সিপাড়ায় বিওপি-এর অধীন ১১৩৯/৯ এস পিলারের নিকট এ ঘটনা ঘটে।

নিহত মোঃ রেজাউল করিম শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্ব আলিনা পাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে এবং তিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। তিনি স্বল্পমূল্যে ওষুধ নেওয়ার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর সীমান্তে বিকট গুলির শব্দ পায় স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানা যায় মোঃ রেজাউল করিম স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। এরপর রেজাউল করিম আর ফেরত আসেনি। পরে ওই মরদেহ বিএসএফের সদস্যরা নিয়ে যায়। 

মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ্য করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। খবর নিয়ে জানতে পেরেছি বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত