মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কক্সবাজারে সাগরে ডুবে কিশোরের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫:২৭ PM
কক্সবাজার সমুদ্রে নেমে সমুদ্রের ঢেউয়ে ডুবে গিয়ে মাহমুদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর সদর উপজেলার পিএমখালী এলাকার দিদারুল ইসলাম পুত্র।

শনিবার (২৬ অক্টোবর ) দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এই ঘটনা ঘটে। কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি জানান, বেলা ১১টার দিকে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে বন্ধুদের সাথে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সমুদ্রের ঢেউয়ে স্রোতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, সমুদ্রে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত