মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
তুরাগে জমিতে পিলার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৫:৩৬ PM
তুরাগ নদ সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহন না করে বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে ওয়াকওয়ে নির্মাণ ও সিমানা পিলার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তুরাগ বেড়ি বাঁধ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, তুরাগ তীরবর্তী আমাদের পূর্বপুরুষের পৈত্রিক সম্পত্তি কোনরকম অধিগ্রহন ছাড়া জোরপূর্বক দখল করে সীমানা পিলার ও ওয়াকওয়ে নির্মাণ করছে বিআইডব্লিউটিএ। এতে আমরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিআইডব্লিউটিএ কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে ফ্যাসিষ্ট সরকারের আমলে বিভিন্ন সময় আমাদের কাছে টাকা দাবী করতো। টাকা না দিলে অভিযানের নামে আমাদের সম্পদ ভাংচুর করা হতো। তারাই ধারাবাহিকতায় আমাদের সম্পদ অবৈধ ভাবে দখলের পায়তারা করছে। কোনো মাপ ছাড়াই ইচ্ছেমত সীমানা পিলার স্থাপন করা হচ্ছে। 

আমরা এলাকাবাসী সরকারি দপ্তরের এমন অবৈধ কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্যাসিস্ট সরকারের সেইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বর্তমান অন্তবর্তীকালীন  সরকারের কাছে অনুরোধ অতীতে সরকারি প্রয়োজনে আমাদের যতটুকু প্রয়োজন ছিল পানি উন্নয়ন বোর্ড এবং রাজউকের কাছে আমরা তা দিয়েছি। বর্তমানেও যদি নদী রক্ষার্থে জমির প্রয়োজন হয় যথাযথ নিয়মে অধিগ্রহণ করলে আমরা জমি দিতে প্রস্তুত আছি। কিন্তু অবৈধ ভাবে আমদের জমি কাউকে ব্যবহার করতে দেব না।

এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, জমি যদি আমাদের নাহয় তাহলে আমাদের নামে রেজিষ্ট্রি হয় কিভাবে? খাজনা নেয় কিভাবে? এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হয় কিভাবে? এতে প্রমানিত হয় জমির মালিক কোন সরকারি দপ্তর না জমির মালিক আমরা।

এসময় উপস্থিত ছিলেন মো: আলম চাঁন, হাজী শফিকুল ইসলাম, ওমর আলী, হাজী মালেক, হাজী আমান উল্লাহ, মো. সুমন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত