সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গাজীপুরে চার নারীসহ ৬ মাদক ব্যবসায়ী আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:৪১ PM
গাজীপুরে ২৫ মাদক সেবনকারী এবং চার নারীসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে মাদক দ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ মাদক সেবনকারীকে ১০ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জয়দেবপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার গজারিয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে মোছাদ্দিক হোসেন (৩২), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মেহেদী হাসান মিরাজ (৩০), গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফাইমা আক্তার শান্তা (১৮), জুরান শেখের মেয়ে টুনি (৫৫), একই জেলার শ্রীপুর উপজেলার শৈলাট গাজীপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে হাসিনা বেগম (৪৫) এবং মাওনা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী লতিফা (২৪)। প্রত্যেকেই সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আমীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদে জানতে পারেন গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মাদক বিক্রি করছে কয়েক মাদক ব্যবসায়ী। এমন সংবাদে জয়দেবপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। 

এ সময় স্থানীয় আমীর হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৫৬০ পিস ইয়াবা এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় সাড়ে ১৮ লাখ টাকা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮ লাখ ৮১ হাজার ৯৩৫ টাকা জব্দ করা হয়। তাদের মধ্যে ২৫ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত