মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিজয়নগর প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:৪৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ শামসুজ্জামান চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক মোঃ তানভীর হাসান আকাশের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। 

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন অনুষ্ঠিত করেন। মানববন্ধনে বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।   
মানববন্ধন থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে বিদ্যালয়ে পাঠদান ও পরিচালনা কাজ ব্যাহত হচ্ছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম, সহকারী শিক্ষক নিপা আক্তার। শিক্ষার্থীদের  মধ্যে বক্তব্য রাখেন ইনান, তানজিনা আক্তার, মো:  সৈকত, মোঃ রাহুল মিয়া, ইমন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত