সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পূবাইলে বিদেশি মদসহ গ্রেফতার ১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:৩৮ PM
গাজীপুরের পূবাইলে বিদেশি মদসহ আলী আকবর (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিএমপির পুবাইল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৮ বোতল বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) ভোরে স্থানীয় মীরের বাজার চৌরাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন পুবাইল থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আলী আকবর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার দেলোয়ার নগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুবাইল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবীর ও মো.রফিকুল ইসলামের নেতৃত্বে মীরের বাজার চৌরাস্তা এলাকায় সুনামগঞ্জ থেকে গাজীপুরগামী মাছুম ক্লাসিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ২৮ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের বিদেশি মদ পূবাইল এলাকাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত