রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:১৯ PM
রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে কিছু শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকারপেছন থেকে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। দুজনের পা ভেঙে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত