মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কাহালুতে জামায়াতের বিক্ষোভ
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৬:০৬ PM আপডেট: ২৮.১০.২০২৪ ৬:৪৯ PM
বাংলাদেশে রাজনীতির ইতিহাসে ২৮ অক্টোবর/২০০৬ এক কলংকজনক অধ্যায়। সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ এই দিন ঘটিয়ে ছিল আওয়ামীলীগসহ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

সেদিন শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর লগি, বৈঠা, লাঠি, বোমাসহ পিস্তল অগ্নী অস্ত্র নিয়ে পৈশাচিক হামলা ও তান্ডব চালিয়ে, সাপের মত পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য, উল্লাস করে দেশে নজিরবিহীন জগন্য ইতিহাস সৃষ্টি করে। 

এ ঘটনা শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছিল। এই জগন্য ঘটনায় সারা বিশ্বসহ জাতিসংঘের তৎকালীন মহাসচিব পর্যন্ত তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। ঐ পৈশাচিক ঘটনায় আদালতে মামলা হলেও বিচার হওয়াতো দুরের কথা ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মামলা গুলো দ্রুত প্রত্যাহার করে নেন। সেই সময় দেশের বিশিষ্টজনেরা এর তীব্র নিন্দা জানিয়ে বলেছিলেন,যারা ২৮ অক্টোবরের পৈশাচিক হত্যাকান্ডের সাথে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আন্তে হবে। যতদিন পর্যন্ত এর সঠিক বিচার না হবে ততদিন দেশ ও জাতি কলংক মুক্ত হবেনা।

এখন সময় এসেছে সেদিনের সেই ন্যককার জনক পৈশাচিক ঘটনার সঠিক বিচারের। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বিশাল জনতাকে সাথে নিয়ে ২৮ অক্টোবর ২০০৬ এর ইতিহাসের জগন্যতম খুন ও হত্যার সাথে জড়িত আওয়ামীলীগ ও তার দোসরদের বিচার দাবী করছি।খুনি হাসিনার নির্দেশে লাঠি বৈঠার তান্ডব চালিয়ে নৃশংস হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত সোমবার বিকেলে রেলওয়ে বটতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আয়োজনে, বিশাল বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বগুড়া জেলা জামায়াতের নেতা কাহালু উপজেলা পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী উপরোক্ত বক্তব্য রাখেন। 

কাহালু উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস শাহীদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজের সঞ্চালনায়,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মমতাজ উদ্দিন,বগুড়া  জেলা পশ্চিম কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল মোমেন,জেলা অফিস সেক্রেটারী সাবেক ছাত্র নেতা মাওঃ মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা,জেলা ছাত্রশিবির সভাপতি সাইয়্যেদ কুতুব শাব্বির, কাহালু উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যপক মাওঃ আলহাজ্ব শহীদুল্লাহ,উপজেলা অফিস সম্পাদক প্রভাষক আব্দুল মোমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আব্দুল হান্নান উপজেলা ছাত্র শিবির সভাপতি আশরাফুল ইসলাম.পৌর জামায়াতের আমীর প্রভাষক মিজানুর রহমান মানিক,পৌর সেক্রেটারী সাবেক কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ সহ উপজেলা, পৌর, ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






                         
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত