মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নাটোরে রুম টু রিডের আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৭:৫৭ PM
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বেসরকারী উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও অ্যালুমনাই মিট অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটরিয়ামে এই কর্মসুচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) রওশন আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, রুম টু রিডের টাকা কান্ট্রি অফিসের প্রোগাম ম্যানেজার ইফফাত জারিন, নাটোর অফিসের ভারপ্রাপ্ত ফিল্ড ম্যানেজার আব্দুস সালাম, একাউন্ট ও ফিন্যান্স অফিসার সামিনুর ইসলাম, প্রোগ্রাম এসোসিয়েট তানিয়া সুলতানা, লেটারেসি প্রোগ্রাম অফিসার রক্তিম বড়ুয়াসহ ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সোস্যাল মোবিরাইজার ও এল পি ও বৃন্দ। 

অনুষ্ঠানে শিক্ষার ক্ষেত্রে রুম টু রিডের ভুমিকা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৪১জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। 

অনুষ্ঠানে বক্তারা রুম টু রিডের বিভিন্ন সফলতা তুলে ধরে বলেন, রুম টু রিড ২০১৪ সাল থেকে নাটোরে শিক্ষা সহযোগিতা ও দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে বিভিন্ন সময় কন্যাশিশুদের বিভিন্নভাবে সহায়তা করে তাদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়ক ভুমিকা পালন করেছে। 

এছাড়াও কন্যাশিশু দিবসের তাৎপর্য ও উচ্চ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। শেষে শিক্ষার্থীদের অংগ্রহনে দলীয় নৃত্য, গান, নাটক পরিবেশিত হয়।

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত