সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ডোমারে দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের জনসভা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:১৫ PM
নীলফামারী জেলা জামায়াতের সদ্য নির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছে, ২০০৬ সালের ভয়াল ২৮ অক্টোবরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্মমভাবে জামায়াত-শিবিরের ১৮ জন নেতাকর্মীকে হত্যা করেই ক্ষান্ত হননি। তারা মৃত্যু ব্যক্তির উপর নৃত্য করে উল্লাস করেছিল। ২৮ অক্টোবর হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই দাবী করে মাওলানা আব্দুস সাত্তার বলেন, আওয়ামী লীগ শুধু জামায়াতকে হত্যা করেই ক্ষান্ত হননি তারা বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে উল্লাস করেছিল।

সোমবার বিকালে ডোমার উপজেলা শহরস্থ বাটার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার শাখার আয়োজনে এক  জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত শিবিরের ওপর আওয়ামী লীগের লগি-বৈঠার নির্মম আক্রমণের ১৮ বছর পরে অপরাধীদের বিচার দাবিতে বিক্ষোভ ও জনসভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।

সোমবার বিকালে ডোমার হাইস্কুল মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ  শেষে স্থানীয় বাটার মোড়ে জনসভায় মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমীর খন্দকার আহমেদুল হক মানিকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমীর সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

জামায়াতের পৌর সভাপতি নুর কামাল, সেক্রেটারী সোহেল রানা, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবু বক্করসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতার্মীরা জনসভায় বক্তব্য রাখেন।

দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের জনসভা উপলক্ষে বিকাল থেকেই জামায়াতের নেতাকর্মীরা স্থানীয় বাটার মোড়ে জড়ো হতে থাকেন। 

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে জামায়াত-শিবির নেতা কর্মীদের উপর আওয়ামীলীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে বর্বরচিত হামলা চালায়। এতে অন্তত জামায়াত শিবিরের ১৪ জন শহীদের পাশাপশি শতাধিক নেতা-কর্মী আহত হন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত