সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ঈশ্বরদীতে যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:১৮ PM
ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনসহ কারান্তরীণ যুবদল নেতা হান্নান, বাচ্চু, আমিন এর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর সোমবার  বিকাল ৪টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি দাশুড়িয়া বাজার ও গোলচত্তর প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন,  আগামী ৩১ অক্টোবর তুহিনের শুনানী অনুষ্ঠিত হবে। স্বল্প সময়ের মধ্যে আইনী প্রক্রিয়া শেষ করে দাশুড়িয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শরিফুল ইসলামকে মুক্ত করে আনা হবে। আইনী প্রক্রিয়ায় দ্রুত ফাঁসির দন্ডপ্রাপ্ত নয় আসামীকেও মুক্ত করা হবে বলে জানান তিনি।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক, সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক, শরিফুল ইসলাম রিপনসহ প্রমুখ। এসময় মুক্তি মুক্তি মুক্তি চাই, তুহিন ভাইয়ের মুক্তি চাই, তুহিন ভাই আসছে, রাজপথ কাঁপছে শ্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত