রংপু্রের গঙ্গাচড়ায় বিনোদন কেন্দ্র ভিন্নজগতের খলেয়া ইউনিয়নের লালপুকুর নয়াপাড়া এলাকায় ধানক্ষেত থেকে সিয়াম নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টেবার) গঙ্গাচড়া উপেজলার বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্নজগতের পাশে লালপুকুর নয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে কিশোর সিয়ামের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নিহত সিয়াম বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্রী ছিলেন।
নিহতের পরিবার বলেন, রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সিয়াম। কে বা কারা তাকে হত্যার পর সেখানে ফেলে রেখে গেছে। সে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গঙ্গাচড়া মডেল থানার এসআই ডেভিড হিমাদ্রী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভিন্নজগতের পাশের একটি ধানক্ষেত থেকে আমরা তার লাশ উদ্ধার করেছি। জানতে পেরেছি তিনি আলতাফ হোসেনের পুত্র। সিয়াম বেসরকারি বিনোদন উদ্যান ভিন্নজগতে ফ্রিল্যান্সার আলোকচিত্রী হিসেবে পর্যটকদের ছবি তুলতেন।