শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
নিজেদের ভাড়া করা খু'নির হাতেই কন্যাসহ দম্পতি খু'ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ PM
স্বামীর পরামর্শে খুনি ভাড়া করে সৎ ছেলেকে হত্যার পরিকল্পনা করেন মা স্বপ্না বেগম (২৮)। হত্যার পরিকল্পনা জানতে পেরে সেই ভাড়াটে খুনিকেই সঙ্গে নিয়ে নিজের বাবা ও সৎ মা-বোনকে খুন করেন ছেলে হিমেল। পরে বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তারা।

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার কুদরত-ই-খুদা এসব কথা জানান।

এ ঘটনায় জড়িত ছেলে তানভীর হাসান হিমেলকে (২২) গত ২৪ অক্টোবর আশুলিয়ার জিরাবো এলাকা থেকে ও ভাড়াটে তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয়কে (২৮) গত ৪ অক্টোবর ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারুয়াখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

হিমেলের সাথে সৎ মায়ের বিরোধ দেখা দিলে হিমেলকে খুনের পরিকল্পনা করে সৎ মা স্বপ্না বেগম ও তার বাবা মিজানুর রহমান বাচ্চু। পরে হিমেলকে খুনের উদ্দেশ্যে তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয়কে (২৮) ভাড়া করে তাদের পাশের ফ্লাটে থাকতে দেন তারা। পরবর্তীতে খুনের পরিকল্পনা গোপনে হিমেল জানতে পেরে হৃদয়কে সঙ্গে নিয়ে নিজের বাবা, সৎ মা-বোনকে খুনের পরিকল্পনা করে।
গত ১২ সেপ্টেম্বর সকালে স্বপ্না বেগম (২৮) মেয়ে জান্নাতুলকে (০৪) নিয়ে স্কুলে গেলে গোপনে ঘরে প্রবেশ করে ঘুমন্ত মিজানুর রহমান বাচ্চুকে হাতুড়ি দিয়ে আঘাত করে হিমেল। এ সময় তারেক বাচ্চুর পা চেপে ধরে রাখে। পরবর্তীতে তারেক বালিশ চাপা দিয়ে বাচ্চুর মৃত্যু নিশ্চিত করে মরদেহ খাটের উপরে কাথা দিয়ে ঢেকে রাখে। পরে তারা স্বপ্না বেগম এবং জান্নাতুলের জন্য অপেক্ষা করতে থাকে। 

সকাল আনুমানিক ১০টার দিকে স্বপ্না বেগম মেয়েকে নিয়ে বাসায় প্রবেশ করলে তারেক পেছন থেকে স্বপ্না বেগমের গলা চেপে ধরে বিছানার উপরে ফেলে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এ সময়ে জান্নাতুল চিৎকার করে উঠলে হিমেল তাকে মেঝেতে ফেলে মুখ চেপে ধরে এবং পাশে থাকা খেলনা পুতুল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ তিনটি খাটের উপরে শুইয়ে বিছানার চাদর দিয়ে ঢেকে রেখে ঘরে থাকা থাকা স্বর্ণালংকার লুট করে। 

পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা রুমের ভেতরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে কৌশলে বাইরে থেকে দরজার ভিতরের হ্যাজভোল্ট লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে আসামিরা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে ও আগুনের ধোঁয়া দেখে বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজন এসে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভায়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত