শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ডিবি পুলিশের বিশেষ অভিযান
কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী দম্পতি আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:০৭ PM
কক্সবাজার শহরের জেটিঘাট এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪টি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অস্ত্রব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়েছে।

সোমবার রাত ১০ টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলে পুলিশ সুপার রহমত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬)।

মিডিয়া সেলে পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের ইন্সপেক্টর প্রতুল কুমারের নেত্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম পৌরসভার ৬ নং জেটিঘাট পল্টুনে মহেশখালী হইতে স্পিডবোট যোগে আগত দেলোয়ার হোসেন ও তার স্ত্রী খুরশীদা আক্তারের সাথে থাকা কালো স্কুল ব্যাগ তল্লাশি করে ৩টি দেশীয় পিস্তল ও ১ টি এলজিসহ তাদের আটক করা হয়৷

আটক আসামিদের বরাতে এসপি রহমত উল্লাহ জানান, আটককৃত আসামীদের স্বীকারোক্তি মতে আগ্রেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। 

উদ্ধারকৃত অস্ত্র ও আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত