শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
শ্রীমঙ্গলে স্কুলে অভিভাবক সমাবেশ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:১১ PM
শ্রীমঙ্গলের পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে স্কুলের সকল ছাত্র-ছাত্রী, তাদের বাবা-মাসহ অন্যান্য অভিভাবকরা অংশ নেন। জনাকীর্ণ এ সমাবেশ একসময় মিলনমেলায় পরিনত হয়।

অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন রোটারি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সাধারন সম্পাদক রানা বণিক, ডা. সত্যকাম চক্রবর্তী, সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।

পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ দিল আফরোজ বেগমের সঞ্চালনায় সমাবেশে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

পরে স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নিয়মিত স্কুলে আসা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত