শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:১৮ PM
ডলারের বিপরীতে ভারতের মুদ্রার অবমূল্যায়ন ঘটছেই। ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। প্রভাবশালী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৮৪.০৮৫০ রুপি। ভারতের ইতিহাসে যা সর্বনিম্ন। অর্থাৎ এর আগে কখনো এত কম দর দেখেননি ভারতীয়রা। 

এর আগে গত সপ্তাহে ডলারপ্রতি দর ছিল ৮৪.০৮২৫ রুপি। সেসময় সেটিই ছিল সর্বকালের সর্বনিম্ন। এবার সেটিকেই ছাড়িয়ে গেলো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। গত জুলাইয়ের শেষদিকের পর যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত এই কারণেই ভারতীয় রুপির পতন ঘটেছে।

আলোচিত দিনে ডলার সূচক ১০৪ দশমিক ৫০ ছাড়িয়ে গেছে। ফলে বেশিরভাগ এশীয় মুদ্রার মানও কমে গেছে। সেই তালিকায় রয়েছে ভারতীয় রুপি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত