মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
যশোরে আওয়ামী লীগ কর্মীকে কু'পিয়ে হ'ত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:৪৬ PM আপডেট: ৩০.১০.২০২৪ ১:৫৯ PM
যশোরের চৌগাছায় আনিসুর রহমান নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত একদল দুর্বৃত্ত। হত্যার কারণ সম্পর্কে পরিবার এখনও মুখ না খুললেও পুলিশের দাবি, পরিবারটি আওয়ামী ঘরনার। আর এই হত্যার কারণও রাজনৈতিক। পরিবার জানিয়েছে, এর আগে নিহতের বড় ভাইও একই গোষ্ঠীর হাতে হত্যার শিকার হয়েছিল। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলার চৌগাছা উপজেলার জগন্নাথপুরে এই হামলার ঘটনা ঘটে। পরে আজ ভোর সাড়ে চারটার দিকে যশোর হাসপাতালে তিনি মারা যান।

নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় রাতে জগন্নাথপুর বাজারে চায়ের দোকানে বসে ছিলেন আনিছুর। এসময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। ভোরে সেখানেই মারা যান তিনি। 

তারা জানান, ২০০২ সালে নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশা হোসেনকে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিলো। 

চৌগাছা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মুন্নু জানান, নিহত আনিসুর রহমান ও তার পরিবার আওয়ামী ঘরনার। রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত