শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
শনিবার ২৬ এপ্রিল ২০২৫
খুকৃবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৭:০৫ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের(খুকৃবি) ৩য় উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান। 

বুধবার(৩০ অক্টোবর) সকাল ১০ টায় উপাচার্যের সচিবালয়ে যোগদান অনুষ্ঠিত হয়েছে। নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব গ্রহণের পর এক অনাড়ম্বর  অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের  ছাত্র-জনতার আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহত ছাত্র-জনতার আশু সুস্থতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান ১৯৬৭ সালে ২১জুলাই খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এসএসসি এবং সরকারি বিএল কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসিসহ  উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ থেকে ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে অনার্স এবং ১৯৯১ সালে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি জাপানের ইউনিভার্সিটি অব টোকিও থেকে সাফল্যের সাথে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ সম্পন্ন করেন এবং ২০০০ সালে একই বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি ও ২০০৩ সালে পিএইচডি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। 

ড. মোঃ নাজমুল আহসান ১৯৯২ সালে ডিএফআইডি(যুক্তরাজ্য) তে বায়োলজিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালের ২১জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন টেকনোলজি ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালের ১ এপ্রিল তিনি সহকারী অধ্যাপক, ২০০০ সালের ২৪ জুলাই সহযোগী অধ্যাপক এবং ২০০৬ সালের ৩০ জানুয়ারি অধ্যাপক পদে যোগদান করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন দশকের শিক্ষকতা ও গবেষণা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ডিন, ডিসিপ্লিন  প্রধান, গবেষণা সেলের পরিচালক,  খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের সদস্য, আন্তর্জাতিক ও জাতীয় সেমিনার আয়োজক কমিটি, বিশেষজ্ঞ সদস্য ছাড়াও বিভিন্ন একাডেমিক কমিটিতে দায়িত্ব পালন করেছেন।  আন্তর্জাতিক ইনডেক্স জার্নালসহ দেশী-বিদেশী স্বীকৃত জার্নালে তাঁর শতাধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

শিক্ষা ও গবেষণায় অন্তপ্রাণ অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান উপকূলীয় ও সামুদ্রিক মৎস, সমন্বিত কৃষি, জলবায়ু, সুন্দরবন উপকূলীয় জীবন-জীবিকা, সম্পদ ব্যাবস্থাপনা,টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বহুসংখ্যক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ, পরামর্শক,কৌশল নির্ধারক হিসেবে কাজ করেছেন, পেয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সাফল্যের স্বীকৃতি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত