মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিএনপির এক গ্রুপের বিরুদ্ধে অন্য গ্রুপের মশাল মিছিল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:০৮ PM
জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে জয়পুরহাটে মশাল মিছিল করেছে আরেকপক্ষের নেতাকর্মীরা। 

শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বজলা স্কুল এলাকায় যায়। সেখান থেকে আবার প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্ট এসে শেষ হয়। 

জানা গেছে, আগামী ১ নভেম্বর জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেকপক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান ও তার লোকজনদের বাদ রেখেছেন। এ কারণে মতিয়র রহমানের পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, যদি নিয়ম বর্হিভূতভাবে কমিটি করা হতো তাহলে স্বেচ্ছাচারিতা করা হতো। কিন্তু নিয়ম মেনেই কমিটি গঠন করা হবে। 

পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আমাদের বাদ রেখেছেন। আগামী শুক্রবার যে সম্মেলন হতে যাচ্ছে তা আমরা প্রতিহত করব। সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে, না হলে এ কমিটি গঠন করতে দেওয়া হবে না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত