মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জবি ছাত্রদলের তত্ত্বাবধানে আবর্জনার স্তুপ অপসারণ ও বৃক্ষরোপণ
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:৪৮ PM আপডেট: ৩১.১০.২০২৪ ৩:০৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তত্বাবধানে দ্বিতীয় গেইটের পাশে বহুদিনের জমানো আবর্জনার স্তুপ অপসারণ করে গাছ লাগানো হয়।

৩০ অক্টোবর ২০২৪,  দুপুর ২ টায় জবি ছাত্রদলের নেতা কাজী জিয়া উদ্দিন বাসেত এর নেতৃত্বে বর্জ্য অপসারণ কাজ শুরু করা হয় এবং পরবর্তীতে বৃক্ষরোপন করা হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে বিভিন্ন সচেতনতা মূলক ফ্যাস্টুন লাগানো হয়। কর্মসূচির নেতৃত্বদানকারী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, " জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে ময়লার স্তুপ অপসারণের জন্য বহুবার প্রশাসনের দৃষ্টি  আকর্ষণ করে আবদেন করা হলেও তা সম্ভবপর হয় নি। আমরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা করে বেশ কিছুদিন অপেক্ষা করি এবং তারপর নিজেরাই উদ্যোগ নিই। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ গড়তে সাহায্য করবে।"

এসময় উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা নাহিয়ান বিন অনিক বলেন, "দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে আমাদের প্রথম প্রাধান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে বৃক্ষরোপন করি আমরা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের পাশে আর ময়লার স্তুপ জমবে না এটা আমাদের প্রত্যাশা।"

মিয়া রাসেল বলেন, পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আজকের কর্মসূচি বাস্তবায়ন করছি।বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্যমণ্ডিত করতে বৃক্ষরোপণ সহ যতো উদ্যোগ নেয়া যায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে তা করব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত