শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
শ্রীপুরে সড়কে পিকআপ রেখে ডাকাতি, চালক আহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:৫৯ PM
গাজীপুরের শ্রীপুরে সড়কে পিকআপ রেখে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ডাকতির শিকার লোকদেরকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন সাংবাদিকদের কাছে। 

বুধবার (৩০ আক্টোবর) দিবাগত রাত ১ টায় কালিয়াকৈর-মাওনা সড়কের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথার পাড় ব্রিজ সংলগ্ন স্থানে সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এর আগে প্রতি রাতেই ওই সড়কের ব্রিজ সংলগ্ন স্থানে রাত ১০ টার পর প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

রাতের ওই সময়ে হাফপ্যান্ট ও মুখোশ পরিহিত ৭/৮ জনের ডাকাত দল গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারের (৪২) গাড়ীতে হামলা করে ভাংচুর করে। ডাকাতদের হামলায় তার গাড়ী চালক মইনুলকে (৩০) কুপিয়ে আহত করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় শরীফুল ইসলাম সরকার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শরীফুল ইসলাম সরকার মাওনা ইউনিয়নের (মাওনা মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ডাকাতেরা চালক মইনুলের কাছে গাড়ীর চাবি দিতে বললে না দেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে ফেরাতে গিয়ে তার ডান হাতের তালুসহ কব্জিতে লেগে রগ কেটে যায়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

শরীফুল ইসলাম সরকার জানান, ওইদিন ব্যবসায়ীক কাজ শেষে রাত সাড়ে ১১ টার দিকে কালিয়াকৈর থেকে তিনি এবং তার সহযোগী সালাউদ্দিন আহমেদ সোহাগ শ্রীপুরের মাওনা নিজ বাড়ীতে ফিরছিলেন।

রাত ১ টায় কালিয়াকৈর-মাওনা সড়কের পাথার পাড় ব্রিজ সংলগ্ন স্থানে পৌছলে ৭/৮ জন ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পিকআপ গাড়ী সড়কের ওপর রেখে ব্যারিকেড দিয়ে তাদের জিপ গাড়ীর (নং- ঢাকা মেট্রো-ঘ-১৩-২১০৭) গতিরোধ করে। এসময় হাফপ্যান্ট পরিহিত ডাকাতদের মধ্যে ৫ জনের শরীরে কোন জামা ছিল না এবং গামছা দিয়ে মুখ বাঁধা ছিল। তাদের মধ্যে দুই জনের মুখ খোলা ছিল। ডাকাতেরা গাড়ীর সামনে ও পেছনের গাসে রাম দা দিয়ে কুপিয়ে গাস ভেঙ্গে ফেলে। এসময় এক ডাকাত চালক মইনুলের কাছে গাড়ীর চাবি চাওয়ায় না দিলে তাকে কুপিয়ে আহত করে। 

ডাকাতেরা তাদের কাছ থেকে স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্বর্ণের বেসলেট লুটে নেয়। পরে ডাকাত সদস্য তাদের কাছে আর কি আছে তা দিয়ে দিতে বলে। না দিলে তাদরকে খুন করার হুমকি দিলে তাদের দুই জনের সাথে থাকা নগদ এক লাখ ৩৫ হাজার টাকা ডাকাতদের দিয়ে দেয়। পরে চালককে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, সড়কে ডাকাতির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন খান বলেন, ডাকাতির শিকার লোকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন সাংবাদিকের কাছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত