গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন উরফে লিটন মহাজনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর দত্তপাড়া হেমার দিঘি এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উরফে লিটন মহাজন গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হেমার দিঘি এলাকার সিরাজ মহাজনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ পুলিশ কমিশনার আকবর আলী মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে একাধিক মামলা রয়েছে। তাকে সদর থানার একটি মামলা গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।