চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানাভিত্তিক মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রমের শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ৷ যাদের কল সাইন রাখা হয়েছে "ঈগল"।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দামপাড়া পুলিশ লাইন্সস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মোঃ হাসিব আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএনপি কমিশনার বলেন, আমরা বিশ্বাস করি এই মোটরবাইল পেট্রোলিং আমাদের পুলিশিং এর কাজে জনসম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে৷ সিএমপি'র প্রতিটি থানায় নির্দ্দিষ্ট সংখ্যক মোটরবাইক পেট্রোলিং টিম মোতায়েন থাকবে৷ এই টিমের নানা মুখি কাজ থাকবে তারমধ্যে প্রথম কাজ হচ্ছে আইন শৃংখলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও দমনে থানা পুলিশকে বিশেষ সহায়তা প্রদান করা৷ এছাড়া এই টিমটি মেট্রোপলিটন অর্ডিন্যান্সের অধিনে যে সমস্ত অপরাধ গুলো বর্ণিত রয়েছে এই সমস্ত অপরাধ গুলো প্রতিরোধ ও দমনে ভূমিকা রাখবে৷
সিএমপি কমিশনার জানান, সম্প্রতি পুলিশের আইজি চট্টগ্রাম সফরে এলে তাঁর কাছে সিএমপি'র পক্ষ থেকে এই মোটরবাইক পেট্রোলিং চালুর বিষয়ে প্রস্তাব করার হলে তিনি দ্রুত এই বাইক গুলো ক্রয়ের জন্য বাজেট বরাদ্ধ করেন৷ সেই বাজেট দিয়েই এক ঝাঁক নতুন বাইক কেনা হয়েছে৷
এই মোটরবাইক পেট্রোলিং টিম নগরীর অলিগলিতে দ্রুত পৌছাতে সক্ষম হবে উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ৯৯৯ এর কল গুলো পাওয়ার পর দ্রুত রেসপন্স করার ক্ষেত্রে এই টিম ভূমিকা রাখবে বলে আশা করেন সিএমপি কমিশনার।
এই ঈগল টিমের সার্বিক দ্বায়িত্বে থাকবে এডিসি অপস, ডিসি ক্রাইম এন্ড অপস এবং মূল নেতৃত্বে থাকছেন এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপস৷