‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ হয়েছে।
শুক্রবার (পহেলা নভেম্বর) সকালে গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় বর্ণাঢ্য যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন ,এই যুব উন্নয়নের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষন নিয়ে নিজেকে একজন উদ্যোক্তা তৈরি করতে হবে। তাই তিনি যুবকদের প্রতি আহবান জানাই যাতে তারা প্রশিক্ষনের মাধ্যমে দেশ কে আরো উন্নতির দিকে নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। পরে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত আটজনকে আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি।