দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
পরে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সনদ ও বেকার যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এসময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন যুব সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।