"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় শেরপুর জেলা যুব উন্নয়ন ও জেলা প্রশাসন এর আয়োজনে যুবউন্নয়ন এর হলরুমে যুব উন্নয়ন এর উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার (উপসচিব) ও শেরপুর পৌরসভার প্রশাসক তোফায়েল আহম্মেদ, শেরপুর ডায়বেটিক সমিতির সভাপতি ও সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর প্রতিনিধি নাহিম আহাম্মেদ নিলয়,দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: ইমান আলী, সফল আত্মকর্মী যুবক বাবুল মিয়া, শেরপুর যুব উন্নয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে যুব ঋনের ৪লাখ ৫০ হাজার টাকার চেক ৪জনের মাঝে বিতরণ করা হয় এবং বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।