বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়। পালিত কর্মসুচির মধ্যে রয়েছে পরিচিতি সভা, কোরআন তেলাওয়াত, অতিথিদের ফুল দিয়ে বরন, কেক কাটা ও আলোচনা সভা।
শুক্রবার ১১টার সময় বরিশাল শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোঃ বাদল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ রিয়াদুল ইসলাম।
বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাজ্জদ পারভেজ ও সংগঠনের উপদেষ্টা মোঃ আরিফুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ ইসমাইল হাওলাদার সহ সভাপতি, বরিশাল সাংবাদিক কল্যান পরিষদ। বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা শাখার সভাপতি এস এম রাজ্জাক পিন্টু, কার্যনির্বাহী সদস্য রাজিব তালুকদার, বাংলাদেশ বুলেটিন এর বরিশাল ব্যুরো প্রধান খান মাইনউদ্দিন, বাংলাদেশ বুলেটিন মঠবাড়িয়া উপজেলার প্রতিনিধি সালমান হাসান বাবু, সংবাদ সারাবেলার শাকিল খান ও আহসানুল কিবরিয়া ফরিদ প্রমুখ।