মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ছাত্রজনতার ওপর হামলাকারীদের বিচার অবশ্যই করতে হবে: চরমোনাই পীর
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮:২৭ PM
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিচার করতে হবে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত শহরের পুরাতন বাস টার্মিনাল চত্তরে গণসমাবেশে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, খুনিরা কিভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়। টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন, ইশা আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম,অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা; হাফেজ মোঃ খবির উদ্দিন, সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া উপজেলা শাখা অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, সেক্রেটারী জাতীয় শিক্ষক ফোরাম নড়াইল জেলা শাখা মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ।

বক্তারা উন্নত ও শিক্ষিত জাতি গঠনের আহবান, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা অনতিবিলম্বে কার্যকর করার জোর দাবি ইসলামী আন্দোলনের।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সেক্রেটারী ডাঃ এস. এম. নাসির উদ্দিন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত