মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮:৩৩ PM
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ হয়েছে। 

চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে জেলার সকল সনাতনী সংগঠনের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৩টায় বান্দরবান সদর ট্রাফিক মোড়ে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশেবক্তারা বলেন, সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের অগ্রসৈনিক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কদের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলা শুধুমাত্র তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। 

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও বিক্ষোভ সমাবেশে বক্তারা হুশিয়ারি প্রদান করেন।

এসময় সুমন দাশের সভাপতিত্বে মিন্টু আইচ, শয়ন দাশ গুপ্ত, তারেকেশ্বর দাশ পারুসহ জেলার সকল সংগঠনের অন্তত হাজারো সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত