সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
‘আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মত্যাগে দ্বিতীয় স্বাধীনতা এসেছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৯:১৯ PM আপডেট: ০২.১১.২০২৪ ২:৫৩ PM
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মত্যাগে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এ স্বাধীনতা ধরে রাখতে হলে এই সরকারকে সহযোগিতা করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও ঝিনাইদহ-২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করতে শেখ হাসিনা আয়নাঘর বানিয়েছিল। আজ গণআন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ১৯৭১ এ শেখ মুজিব যেভাবে ইয়াহিয়ার সঙ্গে আঁতাত করে দেশ ছেড়ে পাকিস্তানে গিয়েছিল, সেভাবে শেখ হাসিনা ডলার ভর্তি ব্যাগ নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখনো ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র নস্যাৎ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ড. ইউনূসের এই সরকারকে সহযোগিতা করতে হবে।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেবে বলে আমরা বিশ্বাস করি। সেই নির্বাচনে জননেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।

স্মরণসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির দুর্দিনের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিগত ১৬ বছর হামলা-মামলা মাথায় নিয়ে আপনারা রাজপথে ছিলেন। আমাকেও প্রায় ৮ বছর কারাগারে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার। তাই, আগামী দিনে সকল আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত