সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মাটিরাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:২০ PM
সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি শেষে উপজেলা প্রশাসন এবং সমবায় অধিদপ্তরের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁন। 

আরো বক্তব্য দেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহাজালাল কাজল, সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আনিসুল হক পাটোয়ারী, স্বদেশ মাল্টিপারপাস সোসাইটির সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন। ফ্রেন্ডস -২০০০ কর্মজীবি সমবায় সমিতির সম্পাদক মো. ফোরকান উদ্দিন সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া, বিভিন্ন উদ্যেক্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত