সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ঈশ্বরদীতে নয়ন হত্যার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:২৩ PM
পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ী নয়ন মন্ডলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে মানববন্ধন হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে নয়নের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। 

এসময় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, ডা. মজিবুর রহমান, জয়নগর বাজার সমিতির সভাপতি ডাবলু হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মান্নান সরকার, নিহত নয়নের বাবা মজিবুল মন্ডল ও স্ত্রীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নয়ন হত্যার এক মাস হয়ে গেছে, কিন্তু পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করেনি। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তারের জন্য তারা ৭২ ঘণ্টার সময়সীমা দেন এবং না হলে কঠোর প্রতিবাদ করা হবে বলে জানান।

মানববন্ধনের সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এসে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে নয়ন মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের রাতে তিনি নিখোঁজ হন। নয়ন জয়নগর শিমুলতলা বাজারের ব্যবসায়ী ও ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত