মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কেরানীগঞ্জে মানবাধিকার কর্মীকে হত্যার হুমকির প্রতিবাদ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৩:০৯ PM
মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান কমলের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পোস্ট ও ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার জিনজিরা জনি টাওয়ার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এসময় মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের মানবাধিকার কর্মী এলাবাসী ও কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন বাপ্পী, জুলফিকার, প্রিন্স, রানা, নবাব, মামুনসহ জিনজিরা এলাকায় পরিবহনে চাঁদাবাজি, ফুটপাত দখল ছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাদক কারবারি করে আসছে।

এ বিষয়ে বাধা প্রদান করলে জিনজিরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও মানবাধিকার কর্মী হাফিজুর রহমান কমলসহ একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি প্রদান করে এই সন্ত্রাসীরা। অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন মানববন্ধন ও বিক্ষোভকারীরা। পরে ভুক্তভোগী মানবাধিকার সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত