ঢাকার কেরানীগঞ্জে আগানগর বড় মসজিদের ৩০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ এনে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে মসজিদ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাহিদুল হক সাহিদ।
বক্তব্যে তিনি জানান, জমিটির সাবেক মালিক অমিতাভ চৌধুরী তার ছোট দুই ভাই দেবাশীষ চৌধুরী ও উত্তম চৌধুরীর কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মালিক হয়ে ১৯৮৬ সালে নুরুল ইসলামের কাছে ৭২ শতাংশ জায়গা বিক্রি করে। বর্তমানে দেবাশীষ চৌধুরী এখান থেকে ৩০ শতাংশ জমি নিজের দাবী করে তা দখলের পায়তারা করছে। সংবাদ সম্মেলনের অন্যান্যেদের মধ্যে মসজিদ কমিটির সদস্য আশহারুল হাসান আশু, আলতাফ, ইমান উল্লাহ মাস্তানসহ কয়েক শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।