সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসনের কার্যালয়ের রজনীগন্ধায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। আলোচনা শেষে ৩ জন নারী সমবায়কে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিন, জেলা সমবায় কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।