‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে লামায় যথাযথ মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
এ লক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এক র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
এতে মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ, কৃষি কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সহিদুল ইসলাম ও সমবায় অধিদপ্তরের বান্দরবান জেলা পরিদর্শক রহিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন।