বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
‘লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো ট্রাম্পকে টুইট করানো হয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:৫৪ PM
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার (২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো এ ধরনের পোস্ট করানো হয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে পোস্ট দিয়েছেন সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ তা নিয়েও প্রশ্ন উঠছে।’

‘দেশটিতে যে প্রেসিডেন্ট আসুক তাতে পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হয় না। তবে লবিস্ট নিয়োগ করে কিছুটা প্রভাব বিস্তার করানো যায়,’ বলেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মানুষ যদি একসাথে দাঁড়ায় বা গণঅভ্যুত্থান করে তাহলে কোনো শক্তিই কিছু করতে পারে না। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ সে প্রশ্নও উঠছে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত