বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
শ্রীপুরে সমবায় দিবস পালিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:৪৭ PM
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় গাজীপুরের শ্রীপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার ( ২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো ফিরোজ উদ জামানের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:প্রণয় ভূষণ দাস,উপজেলা আইসিটি অফিসার নিলুফা সুলতানা,উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন,মাওনা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সহ সভাপতি রেজাউল করিম,মফিজ উদ্দিন,আমিনুল ইসলাম খান,মঈনুদ্দিন সহ  অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,সমবায় দিবসে সমবায় সমিতির সদস্যদের পক্ষ থেকে একটি সমবায় বাজার বসানোর প্রস্তাব করা হয়েছে। তাছাড়া বায়োগ্যাস প্ল্যান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত