রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রাজধানীতে কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৯:০০ PM আপডেট: ০৩.১১.২০২৪ ১১:২৯ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুই দিন বাকি। আগামী ৫ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে।

ঢাকার রাস্তায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ক্যাম্পেইন করতে দেখা গেছে একদল মানুষকে।

রবিবার (৩ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবের সামনে একদল বিভিন্ন বয়সী মানুষ কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে বাদ্যযন্ত্র সহযোগে প্রচারণা চালান। এ সময় তাদের হাতে কমলা হ্যারিসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। তাতে লেখা ছিল “ভোট ফর কমলা হ্যারিস।” যদিও তাদের পোস্টারে কমলা’র ইংরেজি বানানটি ভুল ছিল।

এ সময়ে তারা বলেন, “যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি বাংলাদেশি ভোটার আছে। কমলা হ্যারিস যাতে বাংলাদেশিদের জন্য কাজ করে, এজন্য তার দৃষ্টি আকর্ষণ করতে ঢাকায় এই আয়োজন।”

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে প্রেসেডেন্ট পদে লড়ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত