বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১:৪০ AM আপডেট: ০৬.১১.২০২৪ ১:৪৯ AM
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শমী কায়সারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৪ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।
সাবেক সরকারের পটপরিবর্তনের পর গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

উল্লেখ্য, শমী কায়সার নব্বই এর দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন। তার বাবা ভাষাসৈনিক, প্রখ্যাত ঔপন্যাসিক ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। শমী কায়সারের মা পান্না কায়সার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত