রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার সকালে গঙ্গাচড়া থানা পুলিশ চেয়ারম্যানকে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করেন।
গঙ্গাচড়া মডেল থানা সুত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক ফল বিক্রেতার হত্যা মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সাজ্জাদ হোসেনের মৃত্যুর ঘটনায় গত ২০ আগস্ট তার স্ত্রী জিতু বেগম বাদী হয়ে মামলা করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী থানা, দায়ের করা ওই মামলার এজাহারে প্রধান আসামী রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী হাছানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও আওয়ামী লীগ নেত্রী অপু উকিলকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৫১ জন নামীয় ও অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ জনকে।
উল্লেখ্য, ২১ নভেম্বর ২০২১ তারিখে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত হয়। ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে নৌকা প্রতীকে জয়লাভ করে গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান হন মাজহারুল ইসলাম লেবু।