রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
স্বাবলম্বিতা নিশ্চিত করার উদ্যোগ
শ্রীপুরে কেয়ার অ্যান্ড কম্প্যাশন ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৫:১৬ PM
শ্রীপুরে কেয়ার অ্যান্ড কম্প্যাশন ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ:- কেয়ার অ্যান্ড কম্প্যাশন ফাউন্ডেশন সম্প্রতি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ, এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার উদ্যোগ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনকার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও জুলাই গণ আন্দোলন ২০২৪ উক্ত ফাউন্ডেশনের আদর্শ। 

সংস্থার চেয়ারম্যান জনাব আফজাল হোসেন চৌধুরী বলেন, কেয়ার অ্যান্ড কম্প্যাশন ফাউন্ডেশন একদিকে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা দেবে, অন্যদিকে ওএঅ ও সেলাই প্রশিক্ষণ দিয়ে মানুষের ক্ষমতায়ন ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করবে। 

এদিকে কেয়ার অ্যান্ড কম্প্যাশন ফাউন্ডেশন সম্প্রতি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ, এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার উদ্যোগ। শ্রীপুরের ৬টি স্কুলে শিফা ক্লিনিক এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যেখানে ২৫০ জন  ছাত্রছাত্রী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ পেয়েছে। 

এছাড়াও, থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। রমজান মাসে ফাউন্ডেশন ২০০ জন অসহায় নারী ও শিশুকে ১৩ দিন ইফতার বিতরণ করেছে। পাশাপাশি, কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছে। স্বনির্ভর জীবনধারা গড়ে তুলতে এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ২ জন বেকার মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত