রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৫:৩০ PM
শিল্প নগরী টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারাটেক্স ফ্যাশন লিঃ নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা। 

বুধবার সকাল সাড়ে আটটা দিকে স্থানীয় খাঁপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেয় তারা। সকাল দশটা পর্যন্ত প্রায় দেড়ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেয় তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, দুইমাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না তারা। মালিক পক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়ে তা পরিশোধ করছে না। এদিকে পাওনা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। বাড়ি মালিক দোকানদারদের চাপে বেসামাল পরিস্থিতির মধ্যে পরেছেন তারা এই অবস্থায় বাধ্য হয়ে মহাসড়কে নেমেছেন আন্দোলনরত শ্রমিকরা।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে কারখানার সামনে অবস্থান করছেন। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা চলছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়ান আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত