কমলনগরে খোলা বাজারে সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। বাজারের নিয়মিত মূল্যের বিকল্প হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলা সদর হাজিরহাট বাজারের উত্তর মাথায় উপজেলা যুব ও রেড ক্রিসেন্টের সহায়তায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব ও রেড ক্রিসেন্টের টিম লিডার মিরাজ হোসেন, রিমন রাজু, সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম মিহির ও আবদুল মান্নান প্রমুখ।
যুব ও রেড ক্রিসেন্টেে ডেপুটি টিম লিডার রিমন রাজু বলেন, উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় সুলভ মূল্যে শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। বাজারের নিয়মিত মূল্যের তুলনায় কম দামে ক্রেতারা পণ্যগুলো পাবেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, উপকূলীয় অঞ্চলের তৃণমূল মানুষের আর্থিক বিষয়টি বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নিত্যপণ্যের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।