রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে পৌরসভার বিনোদপুর (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আজ বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।
নিহত তানভীরের ভাবি লিমা খাতুন বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জানান, তানভীর কয়েকদিন আগে বান্দরবানে ঘুরতে যান। মঙ্গলবারই তিনি বাড়িতে ফেরেন। রাত ৯ টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম আনতে গেলে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাজবাড়ী সদর থানায় এ বিষয়ে হত্যা মামলা হয়েছে।
গ্রেপ্তার দুই আসামী কাজল ও রহিম শেখ
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ঘটনার পর থেকেই আসামীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানান তিনি।
এ ঘটনায় এজাহার নামীয় ৪ নং আসামী বিনোদপুরের নজরুল ইসলামের ছেলে কাজল (২১) কে বিনোদপুর এলাকা থেকে আজ বেলা ৩টার দিকে ও এজাহারভুক্ত ৮নং আসামী নতুনবাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে বড়পুল এলাকা থেকে সন্ধ্যা ৬টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য ডিবি ও রাজবাড়ী থানার যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।