মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সংস্কার কাজ পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হবে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১:৩৮ PM
সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হিসেবে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র নিয়ে কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
 
অর্থ উপদেষ্টা বলেন, ‘এলডিসি উত্তরণে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এজন্য উৎপাদন সক্ষমতা বাড়িয়ে প্রযুক্তির সমন্বয়ে অটোমেশনের দিকে যেতে হবে।’
 
যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে মধ্যম আয়ের দেশ হওয়া অর্থবহ হবে না বলেও উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ।
এদিকে, কর্মশালায় আলোচকরা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে উন্নত বিশ্বে রপ্তানি সুবিধা কমে যাবে। তবে বেশ কিছু সুবিধাও আদায় করার পথ তৈরি হবে। রপ্তানি চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ চুক্তি বাড়ানোর পরামর্শ দেন বক্তারা।
 
কর্মশালায় জানানো হয়, ন্যাশনাল ট্যারিফ পলিসি গঠন করা হয়েছে। এরইমধ্যে পণ্য বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বাড়ানোসহ ৬ শতাধিক প্রস্তাবনা বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে।
 
তবে, লক্ষ্য অর্জনে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দেন আলোচকরা। এজন্য, বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত