ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে মাদক মামলা, বিভিন্ন অপরাধ মামলার অভিযোগ রয়েছে। শনিবার রাত থেকে বি়ভিন্ন স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রোববার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার চান্দ্রা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি দীঘলকান্দা গ্রামের -মৃত মোতালেব মুন্সীর ছেলে এমারত মুন্সী (৫৫), একই গ্রামের নজর আলী মোল্লা (৪৫), উপজেলার আজিমনগর ইউনিয়নের ইশ্বরদী গ্রামের মজিবর শিকদারের ছেলে মামুন শিকদার (৩৫), উপজেলার গজারিয়া গ্রামের বজলু তালুকদারের ছেলে আল আমিন তালুকদার (২৫), উপজেলার দোপপাসা গ্রামের শেখ আলী মাতুব্বরের ছেলে সানি রহমান (২৬), উপজেলার জান্দি গ্রামের মো. রফিকের ছেলে মো. হাচান (৩৪)।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ভাঙ্গা থানার পুলিশের চৌকস টিমের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।