কারওয়ান বাজারে ‘জিয়াফত’ ও ‘গরু জবেহ’ কর্মসূচি ডেকে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। রোববার এ ঘটনায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের দেখা গেছে।
প্রথম আলোকে ‘ভারতপন্থি’ আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক। এর ধারাবাহিকতায় তারা রোববার কারওয়ান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে ‘জিয়াফত’ কর্মসূচি পালনের ডাক দেয়।
একদল লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি বেধে যায়। সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে।
ঘটনাস্থল থেকে দৈনিক ইত্তেফাকের একজন সাংবাদিক বলেন, ‘জিয়াফত’ কর্মসূচি পালনের কথা বলে রোববার বিকালে দুটো গরু নিয়ে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের আসেন একদল লোক। তাদের পুলিশ বাধা দেয়।
পরে তারা প্রথম আলো কার্যালয় প্রগতি ভবনের সামনে থেকে সরে এক পাশে এসে গরু জবাই করে। পুলিশ তাদের কয়েক দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। সন্ধ্যায় সেখান থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শোনা যাওয়ার কথা বলেন ওই সাংবাদিক।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সন্ধ্যা ৭টায় বলেন, “ওরা কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করে আসছে। আজকে ওদেরকে সরে যেতে বলার পরও তারা যাচ্ছে না। কয়েকটা সাউন্ড গ্রেনেড মারার পরও তারা সরছে না।”
ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার এসআই আকরাম হোসেন বলেন, “এখন কারওয়ানবাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা তাদের সঙ্গে আছি।”